বিনিয়োগকারী মারা গেলে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টগুলির কি হয়?

Video

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?

মিউচুয়াল ফান্ড স্কিমগুলির সাধারণত কোনও ম্যাচুরিটির তারিখ থাকে না, যদি না আপনি ক্লোজ-এন্ডেড ELSS-এ অথবা FMP এর মতো অন্যান্য ক্লোজ-এন্ডেড স্কিমগুলিতে বিনিয়োগ করে থাকেন। এমনকি SIP এর ক্ষেত্রেও একটি মেয়াদ থাকে যার ভিত্তিতে আপনাকে নিয়মিতভাবে বিনিয়োগ করে যেতে হয়। SIP এর মেয়াদ চলাকালে অথবা একটি ক্লোজ-এন্ডেড স্কিমের ম্যাচুরিটির মেয়াদের পূর্বে যদি কোনও বিনিয়োগকারী মারা যান, সেক্ষেত্রে নমিনির দ্বারা, অথবা জয়েন্ট হোল্ডিং-এর ক্ষেত্রে উত্তরজীবী বা আইনি উত্তরাধিকারীদের দ্বারা আয় দাবি করার জন্য পালনীয় কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিটিকে বলা হয় ট্রান্সমিশন। এই ট্রান্সমিশনের অনুরোধ করার জন্য সেই ব্যক্তিকে প্রথমত আপনার মিউচুয়াল ফান্ড বিনিয়োগটির ব্যাপারে জানতে হবে, তা না হলে তা চিরকাল দাবিদারহীন হয়ে থেকে যাবে।

তাই সর্বদা আপনার মিউচুয়াল ফান্ড বিনিয়োগে অন্যান্য যে কোনও বিনিয়োগের মতোই একজন নমিনি যুক্ত করতে বলা হয় এবং সেই নমিনিকে সেটির সম্পর্কে অবগত করতে বলা হয়। আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডিং থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে উল্লিখিত সার্ভাইভার বা জীবিত ব্যক্তি ট্রান্সমিশনের দাবী করতে পারেন। কিন্তু আপনার ফোলিওতে যদি নমিনি বা সার্ভাইভিং জয়েন্ট হোল্ডারের কোনও উল্লেখ না থাকে, তা হলেও আপনার আইনি উত্তরাধিকারীগণ সকল প্রয়োজনীয় নথিপত্র ও ডেথ সার্টিফিকেট সহ সকল প্রমাণ জমা দিয়ে ট্রান্সমিশনের দাবি জানিয়ে আবেদন করতে পারেন। যে ব্যক্তি ট্রান্সমিশনের অনুরোধ জানাচ্ছেন তার KYC নথিভুক্ত থাকা উচিৎ।

412
আমি বিনিয়োগ করতে প্রস্তুত