ডেট ফান্ড বা ঋণ তহবিল কি?

Video

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?

ডেট ফান্ড বা ঋণ তহবিল হল এক প্রকারের মিউচুয়াল ফান্ড স্কিম যা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টগুলিতে বিনিয়োগ করে, যেমন কর্পোরেট ও সরকারী বন্ড, কর্পোরেট ডেট সিকিউরিটি, এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইত্যাদি যেগুলি মূলধনের যথাযথ মূল্যায়ন করে থাকে। ডেট ফান্ডগুলি ফিক্সড ইনকাম ফান্ড বা বন্ড ফান্ড নামেও পরিচিত।

ডেট ফান্ডে বিনিয়োগ করার কয়েকটি উল্লেখযোগ্য সুবিধা হলো কম খরচ কাঠামো, অপেক্ষাকৃত স্থিতিশীল রিটার্ন, তুলনামূলক উচ্চ লিকুইডিটি ও যুক্তিসম্মত নিরাপত্তা।

ডেট ফান্ড সেই সমস্ত বিনিয়োগকারীদের জন্য আদর্শ যাদের লক্ষ্য ঝুঁকি-বিমুখ এবং একটি নিয়মিত আয়। ডেট ফান্ডগুলি কম পরিবর্তনশীল এবং, তার ফলে, এগুলি ইক্যুইটি ফান্ডের চেয়ে কম ঝুঁকিপূর্ণ। আপনি যদি ব্যাঙ্ক ডিপোজিটের মতো একটি প্রথাগত ফিক্সড ইনকাম পণ্যে সঞ্চয় করে থাকেন, এবং কম পরিবর্তনশীলতাযুক্ত একটি স্থিতিশীল রিটার্নের সন্ধানে থাকেন, সেক্ষেত্রে ডেট মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো উপায় হতে পারে, যা আরো কার্যকরী করের সুবিধাসহ আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে সহায়তা করতে পারে যার ফলে আপনার রিটার্ন আরো ভালো হতে পারে।

কার্যকরি ক্ষেত্রে, ডেট ফান্ডগুলি মিউচুয়াল ফান্ড স্কিমগুলির থেকে খুব একটা আলাদা নয়। যদিও, মূলধনের নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে, এরা ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি স্কোর করে

412
419
421
আমি বিনিয়োগ করতে প্রস্তুত