ETF-এ কাদের বিনিয়োগ করা উচিৎ?

ETF-এ কাদের বিনিয়োগ করা উচিৎ? zoom-icon

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?

ETF হল স্বল্প মূল্যে স্টক মার্কেটের সাথে পরিচিত হওয়ার একটি উপায়। এতে পাবেন লিক্যুইডিটি ও বাস্তব সময়ে নিষ্পত্তির সুযোগ কারণ এগুলি একটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে ও স্টকের মত ট্রেড হয়। ETF একটি স্টক ইনডেক্সকে পুনরাবৃত্তি করার মাধ্যমে বৈচিত্র্য প্রদান করে যে সুবিধা আপনি আপনার পছন্দের কিছু স্টকের ক্ষেত্রে পাবেন না।  

ETF-এ আপনি পাবেন আপনার পছন্দসই ট্রেড করার নমনীয়তা যেমন শর্ট সেলিং করা বা মার্জিনে ক্রয় করার সুবিধা। এছাড়া ETF দেয় বিকল্পভুক্ত বিনিয়োগ করার বৈচিত্র্য প্রদান করে যেমন পণ্য, বিদেশী সূচক ও আন্তর্জাতিক সিকিউরিটিতে বিনিয়োগ করার সুবিধা। এছাড়া আপনি অপশন ও ফিউচার ব্যবহার করে আপনার অবস্থান রক্ষা করতে পারেন যা মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 

তবে, ETF প্রত্যেক বিনিয়োগকারীর জন্য উপযুক্ত নয়। নতুন বিনিয়োগকারীদের জন্য ইনডেক্স ফান্ড ভালো অপশন যারা কোনো নির্দিষ্ট স্টক না বেছে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ইক্যুইটি বিনিয়োগের সুবিধা ভোগ করতে চান। 

সঠিক ETF বেছে নেওয়ার জন্য প্রয়োজন ফিনান্সিয়াল মার্কেটকে ভালভাবে বোঝার ক্ষমতা যা অধিকাংশ রিটেল বিনিয়োগকারীর থাকে না। ফলে, আপনার ETF বিনিইয়োগগুলিকে পরিচালনা করার জন্য কিঞ্চিত হাতে-কলমে বিনিয়োগের স্টাইল প্রয়োজন। 

411
আমি বিনিয়োগ করতে প্রস্তুত