কেন সরাসরি স্টক বা বন্ডে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করা উচিৎ?

কেন সরাসরি স্টক বা বন্ডে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করা উচিৎ?

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?

হ্যাঁ, মিউচুয়াল ফান্ডের “মাধ্যমে” বিনিয়োগ করুন, মিউচুয়াল ফান্ডের “মধ্যে” নয়। এর মধ্যে পার্থক্যটি ঠিক কি?

আপনি মাঝেমধ্যে স্টক ও বন্ড কেনাবেচা করতেই পারেন, কিন্তু আপনার বিনিয়োগ পরিচালনার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের সাহায্য নেওয়া তার চেয়ে অনেক ভালো রাস্তা।

আপনি যখন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করেন, তখন আপনি স্টক, বন্ড বা অন্যান্য স্থানে পরোক্ষভাবে পেশাদার ম্যানেজারদের সাহায্য নিয়ে বিনিয়োগ করেন। কাজটি নিজের হাতে করার চেয়ে আপনি একটি স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে একটি ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানির পরিষেবা উপভোগ করেন। এই পরিষেবাগুলির মধ্যে শুধুমাত্র যে গবেষণা, বাছাই করা ও বিভিন্ন বিনিয়োগের কেনাবেচা আছে তা নয়, যার জন্য ফান্ড ম্যানেজাররা সুপ্রশিক্ষিত, বরং সেই সঙ্গে অ্যাকাউন্টিং এবং বিনিয়োগের কার্যধারার সঙ্গে সংযুক্ত প্রশাসনিক পর্যায়ের ক্রিয়াকর্মও যুক্ত রয়েছে, যা অনেকেই নিজেরা করতে পছন্দ করেন না।

413
আমি বিনিয়োগ করতে প্রস্তুত