ELSS ফান্ডে বিনিয়োগ করার কি কি সুবিধা আছে?

ELSS ফান্ডে বিনিয়োগ করার কি কি সুবিধা আছে? zoom-icon

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?

ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমগুলি ইক্যুইটি-মুখী ট্যাক্স সাশ্রয়ী মিউচ্যুয়াল ফান্ড যা আপনাকে ইক্যুইটির বৃদ্ধির সম্ভাবনার সাথে আয়কর অ্যাক্টের 80C ধারার অধীনে ট্যাক্স সাশ্রয় করতে সাহায্য করে। এই দুটি সুবিধা ছাড়াও এদের লক-ইন সময়কাল 3 বছরের যা এই শ্রেণীর ট্যাক্স  সাশ্রয়ী   পণ্যে সর্বনিম্ন লক-ইন সময়কাল।

ইক্যুইটি-মুখী মিউচ্যুয়াল ফান্ড হওয়ার কারণে ELSS আরও কিছু অতিরিক্ত সুবিধাও দেয়। আপনি ELSS-এ SIP-র মাধ্যমে বা এককালীন বিনিয়োগ ও করতে পারেন, যা আপনার পক্ষে উপযুক্ত মনে হয়। SIP বেতনভুক্ত শ্রেণীর পক্ষে সুবিধাজনক কারণ তারা বছরের শেষে এককালীন বিনিয়োগ করার পরিবর্তে একটা স্থির পরিমাণ প্রতি মাসে ট্যাক্স বাঁচানোর জন্য সরিয়ে রাখতে হয়তো বেশি পছন্দ করেন। তারা চাকরি করা কালীন বছরের পর বছর তাদের SIP চালিয়ে যেতে পারেন।

এই প্রকল্পে 3 বছরের লক-ইন পিরিয়ড অপরিহার্য হলেও, অন্যান্য ট্যাক্স  সাশ্রয়ী পণ্যে র  তুলনায়, যেখানে আপনার অর্থ নিজের থেকেই  পূর্ণকালপ্রাপ্ত হয় বা লক-ইনের পরে সুদ অর্জন বন্ধ হয়ে যায়, এখানে লক-ইন সময়কাল শেষ হওয়ার পরেও বিনিয়োগকারীর তার বিনিয়োগ চালিয়ে যাওয়ার বিকল্প থাকে। একজন বিনিয়োগকারী তার ফান্ডে যতদিন খুশী বিনিয়োগ করতে পারেন এবং যত দীর্ঘ সময় বিনিয়োগকারী প্রকল্পের সাথে যুক্ত থাকেন, ততই তার বিনিয়োগের ঝুঁকি কম হয়ে  যায় ও সেখানে আরও বেশী লাভালাভ অর্জন করার সম্ভাবনা সময়ের সাথে বাড়তে থাকে।

411
আমি বিনিয়োগ করতে প্রস্তুত