আমার কখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আরম্ভ করা উচিত?
চীনা ভাষায় একটি সুন্দর প্রবাদ আছে, "একটি গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে। দ্বিতীয় সেরা সময় হল এখন।" বিনিয়োগের ক্ষেত্রে বিলম্ব করার কোনও কারণ নেই, যদিনা, আপনার বিনিয়োগ করার মতো অর্থ না থাকে। আর যদি করতেই হয় তো, সেটি নিজে-করার চেয়ে মিউচুয়াল ফান্ড ব্যবহার করে করা সবসময়েই ভালো। আরো পড়ুন