সমস্ত মিউচুয়াল ফান্ডই কি ঝুঁকিপূর্ণ হয়?

সমস্ত মিউচুয়াল ফান্ডই কি ঝুঁকিপূর্ণ হয়?

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?

আমরা যতো বিনিয়োগ করি তার প্রত্যেকটিতেই অল্পবিস্তর ঝুঁকি থাকে, কেবল সেই ঝুঁকির প্রকৃতি ও দিক বদলায়। একই কথা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য।

বিনিয়োগকৃত অর্থের রিটার্ন আসার দিক থেকে সমস্ত মিউচুয়াল ফান্ড স্কিমগুলি একই রকম ঝুঁকি বহন করে না।

ইকুইটি স্কিমে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে উচ্চতর রিটার্ন প্রদানের ক্ষমতা আছে যা সম্পদ তৈরি করতে পারে। মনে রাখবেন যে, মুদ্রাস্ফীতি একটি ঝুঁকি, এবং ইক্যুইটি হল মুদ্রাস্ফীতিকে পরাস্ত করার সেরা অ্যাসেট ক্লাস। সুতরাং, এক অর্থে দেখতে গেলে কিছু কিছু ঝুঁকি থাকে যেগুলি নিলে লাভ আছে

অন্যদিকে, লিকুইড ফান্ডের সঙ্গে যে ঝুঁকি জড়িত আছে তা ইক্যুইটি ফান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একটি লিকুইড ফান্ডের প্রধান লক্ষ্য থাকে মূলধনকে রক্ষা করার জন্য কম ঝুঁকি গ্রহণ করা এবং গ্রহণ করা ঝুঁকির ভিত্তিতে আয় উৎপাদন করা। 

এ কথাও মনে রাখা প্রয়োজন যে রিটার্নের ঝুঁকিটি একমাত্র ঝুঁকি নয় যা আপনাকে বিবেচনা করতে হয়। অন্যান্য ঝুঁকিও আছে – যেমন ধরুন লিকুইডিটির ঝুঁকি। লিকুইডিটির ঝুঁকি আপনার বিনিয়োগকে নগদে রূপান্তর করার সহজলভ্যতা পরিমাপ করে। এই ঝুঁকি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবচেয়ে কম।

শেষ পর্যন্ত, ঝুঁকির প্রকৃতি এবং পরিমাণ আরও স্পষ্ট ভাবে উপলব্ধ করা যায়, স্কিমের সম্পর্কে যথাযথ ভাবে বোঝা এবং মূল্যায়ন করার মাধ্যমে ও সেই সঙ্গে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা বিনিয়োগ পরামর্শদাতার নির্দেশনার মাধ্যমে।  

411
আমি বিনিয়োগ করতে প্রস্তুত