আপনি যদি মধ্যবর্তী SIP পেমেন্ট দিতে ব্যর্থ হন তখন কি হয়?

Video

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?

বহু বিনিয়োগকারীরা তাদের নির্দিষ্ট সময়কালের মধ্যে SIP পেমেন্ট দিতে ব্যর্থ হওয়ার কারণে মিউচুয়াল ফান্ড হারানোর দুশ্চিন্তায় থাকেন। এরকম পরিস্থিতি নানা কারণেই তৈরি হতে পারে যেমন যদি আপনি আর্থিক সমস্যার মধ্যে থাকেন অথবা যদি পেশাগত বা ব্যাবসায়িক আয়ের অনিশ্চয়তা থাকে। এরকম পরিস্থিতিতে আপনি স্বাভাবিকভাবেই আপনার নিয়মিত SIP পেমেন্ট প্রদান করতে সক্ষম নাও হতে পারেন। যেহেতু SIPগুলি হলো দীর্ঘ-মেয়াদী বিনিয়োগ বিকল্প, তাই যদি আপনার মধ্যবর্তী দু’একটি পেমেন্ট বাদ যায় তাতে কোনও সমস্যা হয় না। একটি বীমা পলিসিতে যেমন বাৎসরিক প্রিমিয়াম না দিলে পলিসিটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, এক্ষেত্রে আপনার এই পর্যন্ত করা বিনিয়োগ একটি রিটার্ন আয় করতে থাকবে এবং আপনি সেটা যে কোনও সময়ে উইথড্র করতে পারেন। যদিও, প্রাথমিকভাবে আপনি যে সম্পদের প্রত্যাশা করেছিলেন তার চেয়ে কম পরিমাণ সম্পদ সংগ্রহীত হবে এবং আপনি যদি আপনার SIP এর ক্ষেত্রে অত্যাধিক অনিয়মিত হন তাহলে আপনি আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হতে পারেন।

যদিও মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি SIP ইনস্টলমেন্ট অনাদায়ে আপনাকে জরিমানা ধার্য করে না, তবে আপনি যদি পর পর তিন মাসের অর্থ প্রদান করতে ব্যর্থ হন তাহলে আপনার SIP স্বয়ংক্রিয়রূপে বাতিল হয়ে যাবে।সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক অটো ডেবিট পেমেন্ট-এর অবহেলা করার জন্য আপনাকে জরিমানা ধার্য করবে। তাই, আপনি যদি ভবিষ্যতে নগদের ঘাটতির পূর্বানুমান করতে পারেন, তাহলে SIP বন্ধ করার অন্তত 30 দিন আগে থেকে একটি অনুরোধ পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে আপনি যখনই আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখনই একটি নতুন SIP শুরু করতে পারেন।

 

412
আমি বিনিয়োগ করতে প্রস্তুত